Important for UK Asylum Grant

09/03/2024

Views: 0

⚠️⚠️IMPORTANT⛔⛔
সম্পুর্ন এসাইলাম প্রসেস👉👇
১। একজন সলিসিটর ধরবেন উনি আপনার এসাইলাম ক্লেইম করে দিবেন।( নিজেও ক্লেইম করতে পারেন তবে না করাই ভাল) সলিসিটর একটা ফি চার্জ করবেন।
২। ১-২ মাসের ভিতরে হোম অফিস কল করে বা লেটার দিয়ে প্রথম ইন্টারভিউ ( screening) দেওয়ার জন্য বলবে. চাইলে সলিসিটর নিয়ে যেতে পারেন আবার একাও যেতে পারেন। ৩০ মিনিটের মত ইন্টারভিউ নিবে ( basic question) আপনার পাসপোর্ট রেখে দিবে হোম অফিস। আপনার ইন্টারভিউ নেওয়ার পর তারা বলবে ২ বছরের ভিতর তারা যেকোনো সময় আপনাকে আবার কল করবে তাই আপনার ডকুমেন্টস নিয়ে আসতে বলবে।
৩। যাদের আগের ভিসায় যাদের যেমন ( 20 hrs হলে 20hrs full time হলে full time)কাজের পারমিশন ছিল তারা প্রথম ইন্টারভিউ এর পর ARC কার্ডে কাজের পারমিশন পেতে পারেন। তবে সেটা shortage occupation list এ হতে পারে।
৪। প্রথম ইন্টারভিউ দেওয়ার পরের ২ বছরের ভিতর যেকোন সময় আবার আপনাকে ফাইনাল ইন্টারভিউ দেওয়ার জন্য কল করবে বা লেটার দিবে। ফাইনাল ইন্টারভিউ তে যাওয়ার সময় আপনার সব ডকুমেন্টস নিয়ে যাবেন। ২ ঘন্টার মত ইন্টারভিউ নিবে।
৫। ফাইনাল ইন্টারভিউ তে যদি হোম অফিসের মনে হয় আপনার এসাইলাম ক্লেইম সত্য তারা আপনার এসাইলাম গ্রান্ট করে দিবে আর মিত্যা হলে রিফুউজ করে দিবে। যদি গ্রান্ট করে তাহলে আপনি লিগ্যেল। তবে বাংলাদেশে যেতে পারবেন না অন্য যেকোন দেশে যেতে পারবেন। তবে ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গেলে দেশে যেতে পারবেন।
৬। ফাইনাল ইন্টারভিউ এর পর যদি রিফুউজ করে দেয় তাহলে আপিল করতে পারবেন। আপিলে কমপ্লিট হতে ১ বছরের মত সময় লাগে আবার এর কম সময়েও হয়ে যায়।তবে আপিলের hearing এর সময় ব্যারিস্টার একটু বেশি ফি চার্জ করবেন।
৭। আপিলে যদি জিতে যান তাহলে এসাইলাম গ্রান্ট হবে আর না হলে বলবে দেশে চলে যেতে বা অন্য কোন দেশে চলে যেতে বলবে।
আরও এসাইলাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন।
সবসময় মাথায় রাখবেন। আপনি তখনি এসেইলামে যাবেন যদি আপনার এসাইলাম সত্য হয়। কোন কারণ ছাড়া এসেইলাম গ্রান্ট হওয়ার চান্স ৫% তাই চিন্তা করে কাজ করবেন। সমসময় একজন সলিসিটরের পরামর্শ নিবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *